ভবিষ্যৎ পরিকল্পনা
১. বারাকপুর থেকে চন্দনীমহল পর্যন্ত রাস্তা নির্মাণ (খুলনা সিটি আউটার বাইপাস রোড)
২.শেখ রাসেল সিভিক সেন্টার নির্মাণ।
৩. ফুলবাড়ী রেল ক্রসিং এ ওভার পাস নির্মাণ।
৪. মংলা ওয়ের্স্টার্ন বাইপাস রোড নির্মাণ।
৫. নোয়াপাড়া বাইপাস রোড নির্মাণ।
৬. কেডিএ নিউমার্কেট আধুনিকায়ন ও পুনঃনির্মাণ।
৭. বিভিন্ন ব্যবহারের (জনসভা, ঈদগাহ, খেলার মাঠ, সাপ্তাহিক হাট, জলাশয়, ওয়াকওয়ে) জন্য খোলা জায়গা উন্নয়ন।
৮. খুলনা মংলা মাস্টার প্ল্যান মূল্যায়নসহ কর্তৃপক্ষের আওতাধীন এলাকার জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন।
৯. কেডিএ আন্তঃজেলা বাসটার্মিনাল আধুনিকায়ণ।
১০. কেডিএ বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ।
১১. কেডিএ নিউমার্কেট এর পাশে আধুনিক বিপনী বিতান নির্মাণ।
১২. খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তর-পশ্চিম পার্শ্বের এলাকার পরিকল্পিত উন্নয়নের জন্য Land Readjustment Plan প্রনয়ন।