Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৯

আমাদের অর্জন

নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান৷ আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে খুউক উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে৷  ফলে খুলনা মাস্টার প্ল্যান এলাকায় নগরায়নের নুতন ধারার সৃষ্টি হয়েছে৷

সরকারী অর্থে বাস্তবায়িত প্রকল্পসমূহঃ

ক্র: নং

প্রকল্পের নাম

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়)

প্রকল্প শুরুর বছর

প্রকল্প সমাপ্তির বছর

মন্তব্য

১।

কেডিএ অফিস হতে খানজাহান আলী রোড পর্যন্ত সড়ক নির্মাণ (কেডিএ এভিনিউ)।

১৬০.২৩৪

১৯৬৩-৬৪

১৯৭৮-৭৯

১২৯

২।

কেডিএ অফিস হতে আউটার বাইপাস রোড পর্যন্ত  সড়ক নির্মাণ (মজিদ সরণী)।

৮০.৯৮৫

১৯৬৫-৬৬

১৯৭৯-৮০

১১৪

৩।

বয়রা প্রধান সড়ক নির্মাণ।

৬৩.২০৩

১৯৬৫-৬৬

১৯৭৯-৮০

৯৩+১১৩

৪।

আউটার বাইপাস রোড (১ম পর্যায়) নির্মাণ।

৯৯.৮০৭

১৯৬৩-৬৪

১৯৮১-৮২

১৩৮

৫।

মুজগুন্নি  প্রধান  সড়ক (১ম পর্যায়)  নির্মাণ।

২০২.৫০৭

১৯৬৬-৬৭

১৯৮১-৮২

২৬+১১৪

৬।

যশোর রোড হতে ষ্টীমার ঘাট  পর্যন্ত সড়ক নির্মাণ (জব্বার সরণী)।

৩৮.১৩৫

১৯৮১-৮২

১৯৮২-৮৩

-

৭।

মুজগুন্নি  প্রধান সড়ক (২য়  পর্যায় ) নির্মাণ।

৮৫.৫৮৭

১৯৮২-৮৩

১৯৮৩-৮৪

৭৮+৩৬

৮।

যশোর  রোড হতে তেলিগাতী পর্যন্ত সড়ক (১ম পর্যায়) নির্মাণ (টিটিসি সড়ক)।

১২০.৮৩

১৯৮২-৮৩

১৯৮৬-৮৭

-

৯।

সোনাডাংগা আবাসিক এলাকা (১ম পর্যায়) উন্নয়ন।

৫৩.৩৯৭

১৯৬৭-৬৮

১৯৭৮-৭৯

২০৫

১০।

নিরালা  আবাসিক এলাকা উন্নয়ন।

১৪১.০৭৩

১৯৬৭-৬৮

১৯৮০-৮১

৫৯৫+২৫

১১।

মুজগুন্নি আবাসিক এলাকা (১ম পর্যায়) উন্নয়ন।

১৪৯.৫৭২

১৯৬৬-৬৭

১৯৮১-৮২

৭৭১

১২।

কেডিএ  রূপসা  মার্কেট নির্মাণ।

১১.৭৭

১৯৬৪-৬৫

১৯৬৪-৬৫

১৫৪

১৩।

কেডিএ নিউমার্কেট নির্মাণ।

৪৩.৩১৫

১৯৬৩-৬৪

১৯৭৭-৭৮

২৯৬

১৪।

নিউ মার্কেটের  পার্শ্বে  বাণিজ্যিক এলাকা উন্নয়ন।

৪.৮৭৬

১৯৬৩-৬৪

১৯৬৬-৬৭

১৩

১৫।

যশোর  রোড  পার্শ্বস্থ  বাণিজ্যিক এলাকা উন্নয়ন।

১৬.৬৬৪

১৯৬৭-৬৮

১৯৭৮-৭৯

২৮

১৬।

কেডিএ অফিস ভবন  নির্মাণ।

১৬.৩২৫

১৯৬৩-৬৪

১৯৬৫-৬৬

-

১৭।

কেডিএ অফিস ভবন  বর্দ্ধিত করন।

৪.৯৭৬

১৯৭৫-৭৬

১৯৭৬-৭৭

-

১৮।

কেডিএ  কর্মচারী নিবাস নির্মাণ।

৪৫.৮৮৯

-

১৯৭৮-৭৯

-

১৯।

মাষ্টার প্লান এলাকায় পার্ক  স্থাপন।

৬.১৯১

১৯৮০-৮১

১৯৮১-৮২

-

২০।

কেডিএ স্থাপন।

৪.৩৭৫

১৯৬১-৬২

১৯৬২-৬৩

-

২১।

কেডিএ ষ্টোর  গোডাউন ও এমটি ভেইকেল সেড নির্মাণ।

৫.০৫০

১৯৬৩-৬৪

১৯৬৪-৬৫

-

২২।

অনুসন্ধান  ও জরিপ কাজ।

২৩.২২৯

১৯৭৩-৭৪

১৯৭৯-৮০

-

২৩।

কেডিএ আন্ত:জেলা  বাস  টার্মিনাল (১ম পর্যায় )  নির্মাণ (সেনাডাঙ্গা আন্তঃ জেলা বাস র্টামিনাল)।

১১৫.০৬

১৯৮২-৮৩

১৯৮৪-৮৫

১৭১

২৪।

আউটার বাইপাস রোড ও মুজগুন্নি প্রধান সড়ক পুন: নির্মাণ।

৩৫৩.০১

১৯৯০-৯১

১৯৯৩-৯৪

-

২৫।

আন্ত:জেলা বাস টার্মিনালের মৌলিক সুযোগ সুবিধা বর্দ্ধিত করন।

১৯৮.০০

১৯৯৪-৯৫

১৯৯৬-৯৭

-

২৬।

শিরোমনি শিল্প এলাকায় সড়ক নির্মাণ- ভৈরব নদীর ঘাট পর্যন্ত বর্দ্ধিত করন।

৩১৫.৪২

১৯৯৬-৯৭

১৯৯৮-৯৯

-

২৭।

আউটার বাইপাস রোড (২য় পর্যায়) নির্মাণ (এম,এ, বারী সড়ক)।

১৩৯৮.২৯

১৯৯২-৯৩

১৯৯৯-২০০০

২৩৪

২৮।

খুলনা শহরের ষ্ট্রাকচার প্ল্যান, মাষ্টার প্ল্যান ও ডিটেলইড এরিয়া প্ল্যান প্রনয়ন।

৭৮.৮৩

১৯৯৪-৯৫

২০০০-২০০১

-

২৯।

রায়ের মহল হতে কৈয়াবাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মান ।

১১৩৩.৩২

২০০৪-২০০৫

২০০৭-২০০৮

-

৩০।

বাস্তহারা প্রধান সড়ক হতে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মান।

১৪০৩.৮০

২০০৩-২০০৪

২০০৮-২০০৯

-

৩১।

খুলনা মাষ্টার প্ল্যান এলাকাকে মংলা পর্যন্ত বর্ধিত করে ষ্ট্রাকচার প্ল্যান, মাষ্টার প্ল্যান ও ডিটেইল্ড এরিয়া প্ল্যান প্রণয়ন।

৫৭১.১৫

২০০৫-২০০৬

২০১১-২০১২

-

৩২।

খুলনা-যশোর রোড এবং সিটি বাইপাস রোডের মধ্যে দুইটি সংযোগ সড়ক নির্মাণ।                                                                                              

৪৫৬৭.৪৩

২০০৭-২০০৮

২০১২-২০১৩

 

৩৩।

খুলনা মাষ্টার প্ল্যান (২০০২) এলাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান প্রণয়ন।

৬০৯.৪১

২০০৮-২০০৯

২০১৩-২০১৪

 

৩৪।

শিরোমনি শল্পি এলাকার সড়ক সমূহ পূনঃনর্মিাণ।                                                                         

২১৮৮.৮৭

২০১৫-১৬

২০১৭-২০১৮

৭.৫২ কিঃমিঃ

 

   কেডিএর স্ব-অর্থে বাস্তবায়িত প্রকল্প সমূহঃ

 

ক্র: নং

প্রকল্পের নাম

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়)

প্রকল্প শুরুর বছর

প্রকল্প সমাপ্তির বছর

মন্তব্য

১।

কেডিএ নিউমার্কেটের  পার্শ্বে আধুনিক  বিপনী বিতান (প্রান্তিক মার্কেট)  নির্মাণ।

১৫৫.৭৪

১৯৮৫-৮৬

১৯৮৮-৮৯

৯৭

২।

দৌলতপুর মার্কেট (কল্পতরু মার্কেট) নির্মাণ।

১৩৪.৭৯

১৯৮৫-৮৬

১৯৮৮-৮৯

৭৬

৩।

শিরোমনি মার্কেট নির্মাণ।

৬৩.৮৮

১৯৮৫-৮৬

১৯৮৮-৮৯

৫৭

৪।

রূপসা  মার্কেট  উন্নয়ন।

১২.৯৩

১৯৯২-৯৩

১৯৯৩-৯৪

১৫৪

৫।

দৌলতপুর আবাসিক এলাকা  উন্নযন।

৩৫.৭০৪

১৯৮৫-৮৬

১৯৮৭-৮৮

৮২

৬।

আন্ত:জেলা  বাস  টার্মিনালে দোকান নির্মাণ।

২১.২০

১৯৮৫-৮৬

১৯৮৬-৮৭

২৩৪+৪৫

৭।

স্বল্প আয়ের লোকদের জন্য শিরোমনি  আবাসিক এলাকা উন্নয়ন।

৪৭.১০

১৯৯০-৯১

১৯৯৩-৯৪

৪৪৪+৭

৮।

সোনাডাংগা  আবাসিক এলাকা (২য়  পর্যায়)  নির্মাণ ।

৭৫৯.২৩

১৯৮৭-৮৮

১৯৯৩-৯৪

১০৫

৯।

স্বল্প আয়ের লোকদের জন্য সোনাডাংগা আবাসিক এলাকা উন্নয়ন।

৫৫.৩২

১৯৯৪-৯৫

১৯৯৬-৯৭

৫৩২+৩১

১০।

স্বল্প আয়ের লোকদের জন্য মীরেরডাংগা আবাসিক এলাকা উন্নয়ন।

৩৯৭.৪৭

১৯৯৫-৯৬

১৯৯৯-২০০০

৫৭০০

১১।

 কেডিএ অফিসে  মিনি কমিউনিটি  সেন্টার  নির্মাণ।

৩৪.৮৩

১৯৯৭-৯৮

১৯৯৯-২০০০

-

১২।

জনকল্যানমূলক প্রকল্প যেমন স্কুল, যাত্রী ছাউনী ইত্যাদি নির্মাণ।

৫৫.৭৫

১৯৯৮-৯৯

২০০০-২০০১

-

১৩।

মুজগুন্নী আবাসিক এলাকায় পার্ক স্থাপন

৩৬৬.২৫

২০০৪-০৫

২০০৫-২০০৬

-

১৪।

ফুলবাড়ীগেট আবাসিক ও বানিজ্যিক এলাকা উন্নয়ন।

৬২২.২১

২০০৪-০৫

২০০৬-২০০৭

২৭৯

১৫।

শিরোমনি কাঁচা বাজার নির্মান।

১৮৪.১৩

২০০৪-০৫

২০০৬-২০০৭

৩৮৩

১৬।

ঢাকায় লিঁয়াজো অফিস-কাম রেষ্ট হাউজ নির্মাণ

৭৬৬.৬৪

২০০৬-০৭

২০১০-২০১১

২১০০০

১৭।

কেডিএ নিউ মার্কেট পূর্ণনির্মাণ প্রকল্পের সার্ভে, প্ল্যান ও ডিজাইন।  

১১৭.০০

২০১০- ১১

২০১২- ২০১৩

 

১৮।

কেডিএ বর্ধিত ভবন নির্মাণ

১৬৬৮.৮৪

২০১০-২০১১

২০১৪-২০১৫

 

১৯।

ডিজিটাল আর্কাইভ এন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার নির্মাণ উন্নয়ন

৫৩৯.৪৭

২০১২-২০১৩

২০১৫-২০১৬

 

  

   

    Share with :

Facebook Facebook